• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:

‘সুখ’

লেখকঃ -পি,কে বর্মণঃ / ২০৬ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩

লেখকঃ -পি,কে বর্মণঃ

শিশির ভেজা ভোর যত সহজ হয়
জীবন চলার পথ তত মসৃণ নয়,
সুন্দর গোলাপ  যেমন কাঁটা যুক্ত
চাঁদও নয় কালিমা মুক্ত।

আমি এক সাধারণ মানুষ
নই দেবতা কিংবা ফেরেস্তা,
আলোর বিপরীতে যদি কালো না থাকে
মুল্যহীন আলো হারিয়ে যায়, চোরাবালির পাকে।

দুঃখ যদি না আসে জীবনে
হে’ সুখ তোমায় আমি চিনিবো কেমনে?
আগুনে পুড়ে-ই খাঁটি স্বর্ণের মূল্য
দুঃখ হীন জীবন মরুভূমির সমতুল্য।

সুখ, মায়াময় মরীচিকা
দুঃখ আমার আপন সত্ত্বা-
সঠিক পথপ্রদর্শক, জীবন চলন্তিকা,
দুঃখের মাঝেই সুখ লুকিয়ে, আলোর জ্যোতিকা।

ঢেউ-হীন নিস্তেজ সমুদ্রের নাবিক নয়
উত্তাল সমুদ্রের কাপ্তান হতে চাই,
ঠকের দেশের রাজা হতে চাই না
অপরকে জিতিয়ে অপরের আনন্দে-
মিশে যেতে চাই….।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...