• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

যে কারণে টাকা ফিরিয়ে দিলেন পাঠানের নির্মাতা

অনলাইন  ডেস্ক: / ১০৮ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩

চলতি বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। মুক্তির পর থেকেই সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। সিনেমাটি বাংলাদেশেও খুব শিগিরই মুক্তি পাবে। তবে সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দের এক নতুন তথ্য সামনে আসলো। সময় স্বল্পতার কারণে তিনি ৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৪ কোটি ৬৮ লাখ টাকার বেশি) ফিরিয়ে দিয়েছেন।

কিন্তু কিসের টাকা ফিরিয়ে দিলেন সিদ্ধার্থ? এমন প্রশ্ন ওঠায় নির্মাতা জানান, বেশ কয়েক বছর আগে প্রভাসকে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলাম। মিথরি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মিত হওয়ার কথা ছিল। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘ এই সিনেমা নির্মাণের জন্যই পারিশ্রমিক হিসেবে এই অর্থ নিয়েছি। কিন্তু প্রভাস-সিদ্ধার্থের শিডিউল মিলছিল না। এর ফলেই নেওয়া অর্থ ফিরিয়ে দিয়েছি।

প্রসঙ্গত, প্রভাস-সিদ্ধার্থ অন্য কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী কয়েক বছর তাদের শিডিউল লক করা। প্রভাসের হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। অন্যদিকে সিদ্ধার্থ ব্যস্ত ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে। এ সিনেমার পর ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...