রুবেল হোসেন, সাভার থেকেঃ সাভারে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (৩১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
এর আগে, মঙ্গলবার রাতে সাভার মডেল থানাধীন শিমুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত হলেন, যশোর জেলা কোতয়ালী থানা সাজি আলী গ্ৰামের হাতেম আলী ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২)। তিনি বর্তমানে সাভার থানাধীন জামসিং রুহুল আমিন মজুমদার বাড়ি ভারাটিয়া।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০:৩০ মি. দিকে সাভারের শিমুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম। এ সময় তার কাছ থেকে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত আসামীকে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বহুদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে গাঁজা সংগ্রহ করিয়া ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে।
এ বিষয়ে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবিব খান, পিপিএম (সেবা) এর তত্ত্বাবধানে ঢাকা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আমাদের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে সাভার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।