• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

শরীয়তপুরে র‍্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতা / ২৫৮ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

শরীয়তপুর প্রতিনিধি: মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার ও স্কোয়াড কমান্ডার তুহিন রেজার নেতৃত্বে ১ আগস্ট সোমবার সন্ধ্যা ৭ টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুতুবপুর এলাকার “জাব্বার স্টোর” নামক এক দোকানের সামনের থেকে অভিযান চালিয়ে সুলতান শিকদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ হাতেনাতে আটক করা হয়েছে।

আটকৃত আসামী শরীয়তপুর সদর থানার দক্ষিণ আটং এলাকার নুরুল হক শিকদারের ছেলে। আসামী সুলতান শিকদার (৩৫) র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ডামুড্যা থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কার্যক্রম চালিয়ে আসছে।

আটককৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত’সহ ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ডামুড্যা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...