• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

সাংবাদিকদের রক্ষায় কোথায়ও কেউ নেই…..

সংবাদদাতা / ১৩৯ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী চেয়ারম্যান বাবুর দুর্বৃত্ত বাহিনী বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে এলোপাতারী পিটিয়ে, ইট দিয়ে থেতলে ও কুপিয়ে হত্যা করেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় এ নির্মমতার ঘটনা ঘটে। সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন পেশাদার অপরাধী অংশ নেয়।

হামলায় গুরুতর আহত সাংবাদিক নাদিমকে স্থানীয় লোকজন মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং অবস্থার অবনতি ঘটলে রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার করুণ মৃত্যু ঘটে।

ওসি সোহেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে চার জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান‌ মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। স্ত্রীর মর্যাদার পেতে সংবাদ সম্মেলন করেন তিনি। ওই সংবাদ সম্মেলনের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের ঘটনার জেরে গোলাম রব্বানী নাদিমসহ কয়েকজন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ইউপি চেয়ারম্যান।

ওই মামলা গতকাল বুধবার ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল খারিজ করার পরই রাতে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। কী নির্মম, কী নৃশংসতা! আসলে সাংবাদিকদের পাশে, সাংবাদিকদের রক্ষায় কোথায়ও কেউ নেই…..

সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচার কার্যকর ও চট্রগ্রামসহসারাদেশে সাংবাদিকদের নামে আইসিটি আইনে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচির আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...