• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কের পেছ‌নে ট্রা‌কের ধাক্কা, নিহত ৪

সংবাদদাতা / ১২৫ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বগুড়ার আদমদী‌ঘি‌ উপজেলার সড়কে দুই ট্রাকের সংঘর্ষে ৪ জ‌ন নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টায় আদমদী‌ঘি‌ উপ‌জেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকার খা‌ড়ির ব্রিজের পা‌শে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন ঢাকার কামরাঙ্গীরচরের গফুর প্রামানিকের ছেলে ট্রাকচালক দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে ট্রাকমালিক মোস্তাক আলী (৪৫) ।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে আদমদীঘি থানার এসআই আলমগীর হোসেন ব‌লেন, ঘটনার আগে ঐ খাড়ির ব্রিজের কাছে ট্রাকের মেরামতের কাজ করছিলেন ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঐ ট্রা‌কে থাকা ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এ সময় দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কের চালক মোস্তাক ও হেলপার সাইফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তা‌দের উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করে। সেখা‌নে তা‌দেরও মৃত্যু হয়।

তিনি জানান, নিহত‌দের লাশ হাসপাতা‌লের ম‌র্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...