• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস নীলফামারীতে ব্যাংকে ডাকাতির চেষ্টা, ব্যর্থ হয়ে অগ্নিসংযোগ সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, বাদ পড়লেন সাকিব-লিটন টিউলিপকে বরখাস্তের দাবি যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতার কাঁটাতারের বেড়া নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা পুড়ছে লস অ‍্যাঞ্জেলেস, বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: ড. ইউনূস ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতি নির্বাচন সম্পন্ন, সভাপতি বেলায়েত সম্পাদক মনির সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

মুন্সীগ‌ঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ সভাপতির সংবাদ সম্মেলন

সংবাদদাতা / ১২৭ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে বেতকা ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যানের বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন বাদল। বুধবার বেলা ১১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার ইউনিয়নের বেতকা চৌরাস্তা এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ইউপি চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক যুবলীগ সভাপতি আশরাফ হোসেন বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিচার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বেতকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শতকত আলী খান মুক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক কে এম আসাদুজ্জামান ইদ্রিস, বেতকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মোঃ এজাজউল্লাহ দুলাল ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সমাজ সেবক শাখাওয়াত হোসের শেখ, প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের গডফাদার ভূমিদস্যু ও বালুদস্যু আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান ও সাবেক টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান রিগ্যানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থার মাধ্যমে তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অবৈধ ব্যবসা বন্ধের দাবী জানান। এছাড়াও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যেসব অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন তার বিরুদ্ধে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যজোট হয়ে প্রতিহত করার আহ্বান জানান।

উল্লেখ্য গত ১৮ই আগস্ট শুক্রবার চাঁদা না দেয়ায় ইউনিয়ন যুবলীগ সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধরের করেন ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা যু্বদলের সদস্য সচিব রোকনুজ্জামান রিগ্যান শিকদারের এ ঘটনায় দুইদিন পরে মামলা নেয় টঙ্গীবাড়ী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...