বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ ঢাকার জেলার কেরাণীগঞ্জ মানব পাচারকারী চক্রের মূলহোতা সহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫), নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), মোঃ সম্রাট খন্দকার (২৫), মোঃ ওসমান গনি বেপারী (২৫), থানা-মাদারীপুর মোঃ মিরাজ (২৫), মোঃ সিদ্দিক (৪০)।
বিষয় টি নিশ্চিত করেন র্যাব-১০ এর উপ- পরিচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার মধ্য রাতে র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে, মানব পাচারকারী চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
আমিনুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্র টি বেশ কিছুদিন যাবত পরস্পর যোগ- সাজসে সংঘবদ্ধ ভাবে দেশের বিভিন্ন এলাকার গরিব, অসহায়, বেকার এবং বিভিন্ন স্কুল / কলেজে পড়ুয়া মেয়েদের উচ্চ বেতনে চাকরীর প্রলোভন দেখিয়ে প্রতারণা মূলক ভাবে দক্ষিণ কেরাণীগঞ্জ সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত কতর।
এছাড়াও অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী রাষ্ট্রে পাচার করতো। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।