• রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

সুজানগরে শিশু ধর্ষনের অভিযোগে একজন গ্রেফতার

সংবাদদাতা / ২০৩ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২

এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগরে শিশু ধর্ষনের অভিযোগে মুসা সরদার (৬০) নামক একজন ব্যক্তি কে গ্রেফতার করেছে থানা পুলিশ।মুসা সরদার রায়পুর গ্রামের মৃত পাথারী সরদারের ছেলে। সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী জানান, পাবনার মাননীয় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) মোঃ রবিউল ইসলামের তদারকিতে ৭ আগষ্ট ২০২২ ইং তারিখ দুপুর ১২,৩০ ঘটিকা হইতে দুপুর ২.৩০ ঘটিকার মধ্যে সুজানগর থানার মানিকহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলমের একটি চৌকস দল শিশুধর্ষনের সাথে জড়িত একজন ধর্ষককে গ্রেফতার করে।

জানা যায়, গত ৫ আগষ্ট ২০২২ ইং তারিখ বিকালে আসামি, বাদীর সাত বছরের মেয়েকে চকলেট কেনার টাকা দেওয়া লোভ দেখিয়ে ফুসলিয়ে আসামির পশ্চিম দুয়ারী টিনের গোয়াল ঘরের মধ্যে নিয়ে সকলের অগচরে ধর্ষণ করতে শুরু করে, তখন ভিকটিম কান্না শুরু করলে পাষান্ড ধর্ষক তাকে ছেড়ে পালিয়ে যায়, পরে ভিকটিম কে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে ভিকটিম সেখানে চিকিৎসাধীন আছেন। উক্ত অভিযোগ আজ দুপুরে থানায় প্রাপ্তির পর উর্ধতন কতৃপক্ষে অবগত করে বিষয়টি এজাহার হিসেবে গন্য করে, দ্রুত পাষান্ড ধর্ষককে গ্রেফতার করা হয়।ধর্ষককে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...