• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

অভয়নগরে ভৈরব নদীর দখল- দূষণ বন্ধে নৌকায় মানববন্ধন

সংবাদদাতা / ১৭৫ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

মোঃ কামাল হোসেন, যশোর থেকেঃ- যশোরের অভয়নগরে ভৈরব নদীর দখল- দূর্ষণ বন্ধে নৌকায় মানববন্ধন হয়েছে। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের আয়োজনে মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার নওয়াপাড়া- শংকরপাশা খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া নদী বন্দরের উপ- পরিচালক মাসুদ পারভেজ, বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান, সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার সম্পাদক এইচ এম সিরাজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, সাবেক কৃতি ফটবলার ভীম চন্দ্র দে, বিভার’র নির্বাহী পরিচালক সুকুমার বোঘ, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক বাবর আলী গোলদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অভয়নগর সুজনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার নারী, পুরুষ, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...