নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “চুরি -ডাকাতি ও ছিনতাই রোধে গত রাত থেকে শুরু হওয়া অভিযানে কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে গত রাত থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযান যেভাবে সাজানো হয়েছে, যদি কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর মধ্যে গাফিলতি থাকে আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব। কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক আনসার বা কারা অধিদপ্তর হোক। ঠিকমতো কাজ না করলে তাদের আমরা কোনভাবেই ছাড় দেব না।”