মনোয়ার ইমাম, কলকাতা থেকেঃ আজ বৈকাল ৫.৩০ মিনিটে, পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ঘোষণা করেন যে আগামী ৮ই, জুলাই সারা রাজ্যে একদফায় পঞ্চায়েত নির্বাচন করা হবে। এদিন প্রেস মিট করে একথা বলেন।
তিনি বলেন যে আজ থেকে সারা পশ্চিম বাংলায় নির্বাচন বিধিবদ্ধ আইন শুরু হয়েছে। সেই সঙ্গে আগামী কাল ৯ই, জুন থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হবার জন্য দরখাস্ত শুরু হবে।
এই নির্বাচনে যারা অংশ নেবেন তারা আগামী কাল থেকে সকাল ১১,টা, থেকে বৈকাল ৫,পযন্ত, নমিনেশন ফাইল করতে পারবেন। নমিনেশন ফাইল এর শেষ তারিখ ১৫,জুন। এবং নমিনেশন ফাইল প্রত্যাহার করার শেষ তারিখ ২০,জুন।
এবং পশ্চিম বাংলায় নির্বাচন হবে আগামী ৮ই, জুলাই এবং ভোট গণনা শুরু হবে আগামী ১১ই, জুলাই। এবারের নির্বাচনে সারা পশ্চিম বাংলায় নির্বাচন শুদ্ধ করার জন্য পশ্চিম বাংলা সরকারের পুলিশের নিরাপত্তা সাথে কেন্দ্রীয় বাহিনী রাখা যায় কিনা তার জন্য পশ্চিম বাংলার নির্বাচন কমিশনার ও পশ্চিম বাংলা সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন যাতে হয় তার জন্য সবধরনের সহায়তা করবেন বলে জানা গেছে পশ্চিম বাংলা নির্বাচন কমিশনার কমিশনারের পক্ষ থেকে। এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তৃনমূল দল সহ ভারতের জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট এবং বিজেপি সহ বিভিন্ন আঞ্চলিক দল।
যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় তার জন্য সবধরনের ব্যাবস্থা করার জন্য পশ্চিম বাংলা র মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলের পক্ষে থেকে। তবে এবার নির্বাচনে অনলাইনে আবেদন করতে পারেন বলে জানা গেছে।।