স্টাফ রিপোর্টারঃ মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হলেও আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে মোজাম্মেল হক ওরফে (জেমসবন) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নে সোনাপুকুর এলাকায় প্রত্যন্ত গ্রামের, ওসমান গনীর ছেলে মোজ্জামেল হক ওরফে (জেমসবন) তিনি মধ্যবিত্ত এক পরিবারে ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন, নাম না প্রকাশ করার শর্তে অনেকেই জানান, ছোটবেলা থেকেই তারা দেখেছেন, অর্থের সন্ধানে পাড়ি জমায় ঢাকায়, সে হঠাৎ করে আংগুল ফুলে কলা গাছ হয়ে গেছে কুটি কুটি টাকার মালিক, তারা আরও জানান অনলাইন ব্যবসায়,জড়িত থাকায়, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেলে তিনি।
ঢাকা থেকে চলে যান মালেশিয়ায়, পরে ওখান থেকে তিনি বিভিন্ন অনলাইন ওয়েবসাইট তৈরি করা শুরু করে, সুকৌশলে গোটা বাংলাদেশে তার প্রভাব বিস্তার করে, অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে দিনাজপুর সহ দেশের বাইরের বিভিন্ন দেশে কর্মরত আছে প্রায় দুই হাজারের ও অধিক কর্মী, তিনি সেই কর্মী দের অনলাইন ওয়েবসাইটে পরিচালনার জন্য কাজে লাগানোর অভিযোগ উঠেছে, এদিকে গ্রামে তার নিজের ও পরিবারের সদস্যদের নামে আলিশান বাড়ী ও,
এদিকে পাশ্ববর্তী জেলা নীলফামারীর সৈয়দপুরে এবং ঢাকায় ফ্ল্যাট জমিও নিজের নামে ক্রয় করা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে , দেশে ও দেশের বাইরে রয়েছে তার কোটি কোটি টাকার বিজনেস তার চলমান রয়েছে বলে গোপন সূত্রে অভিযোগ উঠেছে, মোজ্জামেল হক ওরফে (জেমসবন) ফোনে কথা হলে তিনি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ, সবই মিথ্যা ও ভিত্তিহীন, আপনারা নিউজ করলে, আমিও দেখে নেওয়ার বলে, হুমকি দেন,,