• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: পুলিশ কর্মকর্তাদের আইজিপি নিজেকে রাষ্ট্রপতি দাবী করে সংবাদ সম্মেলন ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ

আটা ময়দা ভাতের মাড়ে তৈরি বিদেশি ব্রান্ডের প্রসাধনী গ্রেপ্তার ৭

সংবাদদাতা / ১২০ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ- আটা, ময়দা, পাউডার, কেমিকেল, ভাতের মাড় দিয়ে তৈরি হচ্ছিল প্রসাধনী। সুগন্ধী আর রং মিশিয়ে তৈরি এসব প্রসাধনী পরে হয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন সহ বিভিন্ন দেশের নামীদামি ব্রান্ডের। তারপর রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে করা চলছিল সরবরাহ। এমন এক চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

সোমবার, ঢাকার কামরাঙ্গীরচরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নকল প্রসাধনীর কারখানা থেকে ওই ৭ জন কে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ডিবি লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কারখানার মালিক মোঃ জাহিদ খান ওরফে বাদশা (২০) কর্মচারী মোঃ আরিফ হোসেন (২২) মোঃ নাজিম উদ্দিন ওরফে বিপ্লব (১৮) মোঃ রবিউল হোসেন ওরফে রবিন (২৬) মোঃ মারুফ হোসেন (১৬), মোঃ জামাল হোসেন (৩০) ও মোঃ হারুন (২৮)। পলাতক রয়েছেন বাড়ির মালিক মোঃ ছারওয়ার আলম (৫৭) এবং কারখানার অপর দুই মালিক মোঃ সবুর ইসলাম ওরফে সবুজ ও মোঃ আবুল কালাম (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি লালবাগ বিভাগের ডিসি ও সহকারী উপকমিশনারের (এডিসি) নেতৃত্বে অবৈধ মাদক প্রতিরোধ টিম কামরাঙ্গীরচর থানার বালুরমাঠ এলাকার একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাটে অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে অবৈধভাবে স্থাপিত ঘরোয়া কারখানায় বিভিন্ন ধরনের কাঁচামাল, ফিনিশড নকল বিদেশি হেয়ার অয়েল, বিভিন্ন ব্র্যান্ডের বডি লোশন, হেয়ার কালার, হেয়ার অয়েল, হেয়ার স্পা, ফেসওয়াশ, বিভিন্ন ধরনের ক্রিম এবং বার কোড, কিউআর কোডসহ প্রিন্টেড বিভিন্ন ব্র্যান্ডে প্রসাধনীর বাক্স, টিউব ও বোতল জব্দ করা হয়।

ডিবি বলছে, সবুজ, কালাম ও বাদশা কামরাঙ্গীরচরের বাসিন্দা। এই তিন ভাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মচারীদের এখানে নিয়ে আসেন। তাঁদের কে প্রধান কেমিস্ট, সহকারী কেমিস্ট এবং শ্রমিক হিসেবে নিজেদের কারখানায় নিয়োগ দেন। স্থানীয় ভাবে সংগৃহীত বিভিন্ন আঠা, আটা, ময়দা, পাউডার, কেমিকেল, পানি, ভাতের মাড় ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ইত্যাদির সঙ্গে রং মিশিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, কোরিয়া ও থাইল্যান্ডের নামীদামি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের তেল, ফেসওয়াশ, ত্বক ফরসাকারী ক্রীম, লোশন, ক্রীম ও শ্যাম্পু তৈরি করে। পরে এগুলো চকবাজারসহ রাজধানীর বিভিন্ন সুপারশপে বিক্রি করে আসছিল চক্রটি। তাদের এ কাজে সহযোগিতা করতেন চকবাজারের বিভিন্ন পাইকারি দোকানিরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পলাতক আসামি সহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...