সোনারগাঁও প্রতিনিধিঃ- বহুল আলোচিত নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা সব সময় আলোচনার শীর্ষে, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন দীর্ঘ ২৫ বছর পর ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় । কেন্দ্রীয় সিদ্ধান্তের মতে এই দিনটি ধার্য করা হয়, সম্মেলনটি শেখ রাসেল স্টেডিয়ামে করা হয়,অনুষ্ঠানে নারায়নগঞ্জের জননেতা এ কে এম শামিম ওসমান এমপি সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন, সম্মেলন শুরু হওয়ার আগে দলে দলে নেতারা উপস্থিত হতে থাকে শেখ রাসেল স্টেডিয়াম মাঠে, ঐ মুহূর্তে দেখা যায় সাবেক নারায়ণগন্জ জেলা ছাত্রলীগ সহ সভাপতি মোগড়াপারা নৌকার প্রতিকের চেয়ারম্যান পার্থী’ হাজী মোঃ সোহাগ রনি কে অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেয় বর্তমান মোগড়াপারা ইউনিয়ন যুবলীগ নেতারা, সম্মেলনের সুসৃংখল কামনায় সোহাগ রনি নিরবে সম্মেলন থেকে বের হয়ে চলে যায়।
সেই সাথে আরো একটি বিষয় উল্লেখযোগ্য মঞ্চে বিভিন্ন নেতাদের স্ব- সম্মূখে জাতীয়শ্রমিকলীগ সোনারগাঁও আহবায়ক, সাবেক কেন্দ্রীয় যুবলীগ সদস্য রোবায়েত হোসেন শান্তকে গায়ে হাত তুলে কিল ঘুসি মেরে সহিংস ভাবে গালমন্দ করে সম্মেলনের স্টেজ থেকে বের করে দেয়’ আওয়ামী লীগ কর্মী ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ, ইতিমধ্যে সোনারগাঁও সাধারণ মানুষ ও তৃনমূলের আওয়ামীলীগ নেতা কর্মীদের মনে একটি প্রশ্নের জন্ম দিয়েছে, এ সম্মেলন কোন আদর্শের রাজনৈতিক রুপ রেখার বহিঃপ্রকাশ? যেখানে সব রাজারা থাকবে ‘শুধু রাজাদের দিয়ে কি রাজ্য পরিচালিত করবে, প্রজার কোন দরকার নেই।#