• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

কক্সবাজারের হিমছড়িতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডস্যান্ডস্ গ্রুপের আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল বে হিলস্

সংবাদদাতা / ৭০ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

 নিজস্ব প্রতিবেদক:  মার্চ মাস স্বাধীনতার মাস। এই দেশে পর্যটন শিল্প একটি প্রাণ যেখানে হবে সেরা ব্যবসা ও সেরা রিটার্ন। এই স্বাধীনতার মাসে আমরা উদ্বোধন করতে যাচ্ছি বাংলাদেশের সেরা লোকেশনে কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র ও পাহাড়ের মেলবন্ধনে আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল Best Western Plus Bay Hills, Coxbazar। রেললাইন উদ্বোধনে পর্যটকের বাড়তি চাহিদা মেটাতে আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখে এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। যারা এই হোটেলের স্যুট ও আংশিক মালিকানা ক্রয় করেছেন তারা পাবেন আজীবন সুদ মুক্ত হালাল আয়, সাফ কাবলা মালিকানা ও সম্মানজনক জীবন। যারা এখনো পর্যন্ত Best Western Plus Bay Hills, Coxbazar হোটেলের রেজিস্ট্রেশন নেননি তাদের আগামী ২০ জানুয়ারি ২০২৪ এর ভেতরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নকরার জন্য অনুরোধ করা হল।

এছাড়াও গোল্ডস্যান্ডস গ্রুপের আরও দুটি আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল বে স্যান্ডস (কলাতলি,কক্সবাজার) এবং বে ব্রীজ (কুয়াকাটা) হোটেলের কাজ চলমান আছে, উক্ত পাঁচ তারকা হোটেলগুলি সরোজমিনে দেখে আংশিক মালিকানা ক্রয় করুন। Goldsands Group নিরলসভাবে কাজ করে যাচ্ছে পর্যটন ও মানুষের উন্নয়নে। গোল্ডস্যান্ডস্ গ্রুপের কর্পোরেট হেড অফিস ঢাকা, গুলশান-১, ৪৭ নাসা হাইটস্ অফিস, এবং অন্যান্য ব্রাঞ্চ অফিস মহাখালী (ডিওএইচএস), উত্তরা, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা এবং দুবাই অফিস থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। ফোন : ০১৮৭৭৭-১৫৩৩৩.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...