• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
যুবদল নেতা হত্যা, শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেফতার ২ বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি তুরাগে যৌতুকের কারণে গৃহবধূকে মারধর! টিআই জলিলের বিরুদ্ধে থানায় অভিযোগ সিরাজদিখানে পুলিশের সামনেই নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন লি‌বিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদে‌শি সাবেক ভূমিমন্ত্রীর স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির শেয়ার অবরুদ্ধের আদেশ ট্রাম্পের গাজা পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব

কারিগরি স্কুল-কলেজে অনিয়ম-দুর্নীতির তদন্তে নেমেছে সরকার

নিজস্ব সংবাদদাতাঃ / ৪৫ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব সংবাদদাতাঃ বিগত সরকারের সময়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, এবং শিক্ষক-কর্মকর্তাদের ওপর হয়রানি বা বঞ্চনার অভিযোগ অনুসন্ধানে নেমেছে সরকার। এ বিষয়ে সারা দেশের সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে তথ্য ও প্রমাণ চেয়ে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এসব তথ্য ই-মেইলে পাঠানোর জন্য বলা হয়েছে।

অধিদপ্তরের ভোকেশনাল শাখা থেকে বুধবার (২৯ অক্টোবর) এমন নির্দেশনা দিয়ে একটি অফিস আদেশ জারি করা হয় এতে উল্লেখ করা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২২ অক্টোবর ২০২৫ তারিখের স্মারক অনুসারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সংস্থাটির পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হকের সই করা এ নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া), সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহ, এবং সেন্ট্রাল স্টোর-কাম সার্ভিস ওয়ার্কশপে (পাঠানটুলী, নারায়ণগঞ্জ) বিগত সরকারের সময়ে যেসব অনিয়ম বা কর্মকর্তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে সেগুলো এখন খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য এসব বিষয়ে কোন অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা ই-মেইলে (dteadvoc@gmail.com) পাঠাতে পারবেন। হবে।

তবে এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত৷ এসময়ের মধ্যেই নির্ধারিত সব তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে হবে। এর আগে ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকেও প্রকাশিত নির্দেশনায়ও বিগত সরকারের সময়ে কারিগরি শিক্ষায় অনিয়ম বা বঞ্চনার অভিযোগ থাকলে তা জরুরি ভিত্তিতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিলো৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!