• বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করতে চাই না: জাতিসংঘে প্রধান উপদেষ্টা দুর্গাপূজায় নিরাপত্তা দিতে সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা পড়ালেন জামায়াত আমির কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যান’কে কুপিয়ে জখম বরই দিয়ে ইফতার করা বলা সেই শিল্পমন্ত্রী গ্রেফতার শেরপুরে ধর্ষণ মামলার সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী গ্রেফতার বরগুনার আমতলীতে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ কুষ্টিয়ায় কলেজ ছাত্র হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার বৈষম্য দূরীকরণে ভেদরগঞ্জে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

কুষ্টিয়ায় তিন দফা দাবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ মাধ্যমিক স্তরের শিক্ষার বৈষম্য দূরীকরনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার সারা দেশে উপজেলা, জেলা, বিভাগ এবং মহানগরী পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষকরা মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল আলিম, দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক, চৌরহাস মুকুল সংঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, মধুপুর হদিরননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ রেজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এসব শিক্ষকরা বলেন, মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৯৭%। এই ৯৭% শিক্ষকের মধ্যে সামাজিক ও আর্থিক বৈষম্য তৈরী করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়।

জাতীয় করণের মধ্যেই মাধ্যমিক শিক্ষার যাবতীয় সমস্যার সমাধান।

এ সময় তারা আরও বলেন প্রধান শিক্ষকরা ৭ম গ্রেড। এখন সরকারী স্কুলের ৯ম গ্রেড প্রাপ্ত শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে দেয়ার চক্রান্ত চলছে। এটা আমাদের জন্য অসম্মানের। আমরা এটা মানি না। যেহেতু আমরা ৯৭% এর প্রতিনিধিত্ব করি সুতরাং সেখানে আমাদেরও অংশগ্রহণ থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category