• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন

সংবাদদাতা / ১৩১ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

এদিন সকাল নয়টায় গলাচিপা উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ ১৫ আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদ সদস্য ১১৩, পটুয়াখালী-৩ এস এম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোস দে, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আলা হেলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার গলাচিপা সার্কেল মো. মোর্শেদ তোহা।

থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, গলাচিপা সরকারি কলেজ অধ্যক্ষ্য মো. ফোরকান কবির, গলাচিপা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর আহবায়ক দীপঙ্কর দেবনাথ গোপাল, সদ্যসচিব সঞ্জয় পাল, গলাচিপা বনিক সমিতি, গলাচিপ কেন্দ্রীয় কালিবাড়ী কমিটি, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন, সরকারি- বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসময় পুস্পমাল্য অর্পণ করেন।

পরে উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে শোক র্যালি ও দিবসের তাৎপর্য তুলে ধরে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ১১৩, পটুয়াখালী-৩ এস এম শাহজাদা (এমপি)।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোস দে, উপজেলা পরিষদ চেয়াম্যান মু. শাহিন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল, খাদ্য সমগ্রী বিতরণ ও গণ-ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...