চুনারুঘাট প্রতিনিধিঃ- ভারতের ত্রিপুরায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় হঠাৎ করে হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি দ্রুত বেড়ে গেছে। (৫ অক্টোবর) বিকেলে দেখা গেছে চুনারুঘাটের বাল্লা পয়েন্টের পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছিল। তবে সন্ধ্যার পর থেকে পানি কমতে শুরু করে।
তবে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী একরামুল ইসলাম জানান, ত্রিপুরায় বৃষ্টিপাত বেশি হলে খোয়াই নদীর পানি বেড়ে যায়।
তিনি আরও জানান, বাল্লা পয়েন্ট থেকে হবিগঞ্জ শহরে পানি আসতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টার মত। আশা করা যাচ্ছে, রাতের মধ্যেই পানি কমে যাবে।#