প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় জমি অবৈধ ভাবে দখল, মারপিট,হুমকি এবং চুরির অভিযোগে করা মামলায় আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম নাবিল সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী ২) আদালতের বিচারক রেহানা নাজনীন এ আদেশ দেন।
সিআর মামলা ৪২৬ /২০২২ মামলায় এ সমান জারি করা হয়
মামলার এজহার সুত্রে জানা যায়,আল মুসলিম বিল্ডার্স লিমিটেডের ৪৪ একর জমি অবৈধ ভাবে দখল,প্রতিষ্ঠানটির মালামাল চুরি, শ্রমিকদের মারপিট এবং হুমকির অভিযোগে ২০২২ সালের ২৪ শে অক্টোবর প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান বাদী হয়ে মামলা করেন।
ওই মামলায় আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম নাবিলসহ সাতজনের নাম উল্লেখ করে আরো ১০ থেকে ১২ জন’কে অজ্ঞাতন আসামি করে মামলা করা হয়। পরে এ মামলার তদন্ত ভার দেয়া হয় পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই’কে। পিবিআই এর তদন্ত শেষে তাদের প্রতিবেদন আদালতে দাখিল করে। সে প্রতিবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়।
এ মামলার বাদী আবু রায়হান বলেন, দীর্ঘদিন যাবত আমিন মোহাম্মদ গ্রুপ প্রভাব খাটিয়ে সরকারি জমি, ব্যক্তি মালিকানা জমি, সহ বিভিন্ন মানুষের জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে। জমি বালু দিয়ে ভরাট করছে। আদালতের এই আদেশের মাধ্যমে আমরা আশা করি ন্যায়বিচার পাব।
আল মুসলিম বিল্ডার্স লিমিটেডের পক্ষের মামলার কৌশলী এড. মুনিরউজ্জামান কনক বলেন, মুন্সিগঞ্জ আমলি আদালত ২ এর আদেশ একটি নজির স্থাপন করলো। এতে বোঝা যাচ্ছে অপরাধী যত বড় ক্ষমতাধর হোক না কেন, আইনের কাছে তার জবাব দিতে হবে।