• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

জাজিরায় পদ্মানদী থেকে ৬ চাঁদাবাজ ও অবৈধ বাল্কহেডসহ আটক-২

সংবাদদাতা / ১৩৪ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

শরীয়তপুর প্রতিনিধিঃ জাজিরার মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির অভিযানে পদ্মানদী থেকে ছয় চাঁদাবাজ ও দুই অবৈধ বালু উত্তোলনকারী সহ তিনটি ট্রলার ও একটা বাল্কহেড আটক করা হয়েছে। ২৬ আগস্ট রাতে মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মিয়ার নেতৃত্বে মাঝির ঘাট পদ্মানদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে উক্ত অভিযানে তিনটি ট্রলার ও একটা বাল্কহেডসহ ছয়জন চাঁদাবাজ দুইজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলো মাছুদ রানা (২৮) পিতা: মৃত ছানাউল্লাহ, হযরত আলী(৩৫) পিতা:জলিল উভয়ের গ্রাম: সিকিরচর নয়া কান্দি থানা: মতলব জেলা: চাঁদপুর, সাদ্দাম (২৮) পিতা: হামিদ শিকদার, সেন্টু আকন (২৬) পিতা: আবুল আকন উভয় থানা: জাজিরা, আমিন (৩৫) পিতা: ইয়াছিন মল্লিক, নুরুজ্জামান (৪২) পিতা: মৃত আলিম উদ্দিন ছৈয়াল উভয় থানা জাজিরা, শাহাবুদ্দিন মল্লিক (৩০) পিতা: আব্বদুর রশিদ, বাবু (২৫) পিতা: ইমাম মিয়া উভয় থানা: জাজিরা।

মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মিয়া বলেন, আমরা গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছয়জন চাঁদাবাজ ও দুইজন বালু উত্তোলনকারী সহ তিনটি ট্রলার ও একটা বাল্কহেড জব্দ করি। উক্ত অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। আটককৃতদের পদ্মা সেতু দক্ষিণ থানায় স্থানান্তর করা হয়েছে। নদীতে কোন ধরনের অবৈধ কাজ করতে দিবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...