• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শেরপুরে সেনাবাহিনী যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ঠাকুরগাঁওয়ে সন্ধ্যা নামতেই অনলাইনে জুয়ার আসর কুকি-চিন’র আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও পিক আপ সংঘর্ষ! দুই চালকসহ আহত-৫ অফিস সহকারী শাহীনের শত কোটি টাকার বিত্ত বৈভব, নজিরবিহীন দু র্নী তির ঘটনা হার মানাবে আরব্য রজনীর রুপকথার গল্পকে! টেলিকম খাতেও সালমান সিন্ডিকেট, লুটে নেয় সাড়ে ৭ হাজার কোটি টাকার সুবিধা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শ্রম সংস্কারের প্রতিশ্রুতি হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেবে সরকার, জানালেন ড. ইউনূস উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা

ঝিকরগাছায় যুবদল কর্মী হত্যায় ২ আসামি গ্রেফতার

রিফাত আরেফিনঃ / ২১ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

রিফাত আরেফিনঃ যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান হত্যা মামলার দুই আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্য’রা। সোমবার দিবাগত গভীর রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে এ দুইজন’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম রেজা (৩২) যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে এবং মেহেদী হাসান (২৪) একই গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে। মঙ্গলবার সকালে র‌্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে দুই আসামি আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল জানান, হত্যার শিকার পিয়ালের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল।

হত্যাকান্ডের পর পিয়ালের পিতা কিতাব আলী ঝিকরগাছা থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। যার অংশ হিসেবে সোমবার গভীর রাতে র‌্যাবের দুটি টিম খুলনার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে শামীম’কে ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদিকে গ্রেফতার করা হয়। তাদের’কে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৯ নভেম্বর দুপুরে ঝিকরগাছা বাজারে দুর্বৃত্তরা বোমা মেরে ও এলোপাতাড়ি কুপিয়ে পিয়ালকে গুরুতর জখম করে। পরে স্থানীয়’রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াল’কে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...