• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:

টি- ২০ বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা; বাদ মাহমুদুল্লাহ

সংবাদদাতা / ১২৫ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ক্রীড়া ডেস্কঃ- আসন্ন টি – টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এতে স্থান পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে সহ- অধিনায়ক হিসেবে আছেন নুরুল হাসান সোহান।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইসিসি ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করেছে। আইসিসির বেঁধে দেয়া সময়ের এক দিন আগেই দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও খেলবে একই দল।

মাহমুদউল্লাহ ছাড়াও সর্বশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ও মেহেদী হাসান। এনামুল ও নাঈম এশিয়া কাপের প্রথম ম্যাচে ওপেনিং করেছিলেন, তবে পরের ম্যাচে খেলানো হয়নি তাঁদের।

পারভেজ হোসেন জিম্বাবুয়েতে শেষ টি- টোয়েন্টিতে অভিষেক করেছিলেন, তবে এরপর এশিয়া কাপের দলে থাকলেও খেলানো হয়নি তাকে। এ ছাড়া অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তাদের জায়গায় দলে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি রাব্বি।

বাংলাদেশের টি- টোয়েন্টি বিশ্বকাপ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (সহ- অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...