• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত,এএসআই মোঃ আল- আমিন

সংবাদদাতা / ২৬১ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ সংবাদদাতা: ডিসেম্বর ২০২৩ ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার এএসআই মোঃ আল- আমিন ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন।এএসআই মোঃ আল- আমিন।  ডিসেম্বর ২০২৩ এ ঢাকা জেলার অন্তর্গত ৭ টি থানার ভিতরে সর্বাধিক সংখ্যক সাজার পরোয়ানাভুক্ত আসামী, জিআর ও সি, আর সহ সর্বাধিক সংখ্যক পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। এই কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা স্মারক পেলেন কেরানীগঞ্জ মডেল থানার এএসআই মোঃ আল- আমিন।

ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, (পিপিএম বার), গত ২৫ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় ঢাকা পুলিশ লাইন্স, মিলব্যারাক কনফারেন্স হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এএসআই মোঃ আল- আমিনের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি মোঃ সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোয়েন্দা শাখা, জনাব মোবাশশিরা হাবিব খান, পিপিএম মোঃ শাহাবুদ্দিন কবীর, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল।

বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধী’কে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পুলিশ নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারী সহ ডাকাতির ও অপহরণ বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। বাংলাদেশ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...