স্টাফ রিপোর্টারঃ ১৩ জুন মঙ্গলবার আনুমানিক বিকাল ৩.৪৫ মিনিটে ঢাকা থেকে মাওয়া যাবার পথে শ্রীনগর থানাধীন ছনবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লাগলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। দুর্ঘটনার সময় গাড়িতে শুধু ড্রাইভার ই ছিল।
এ বিষয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, মো. জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান। শরিয়তপুর থেকে মুমূর্ষু রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে শরীয়তপুর ফিরছিলাম। বৃষ্টির কারণে রাস্তা অনেক পিচ্ছিল ছিল, তাই খুুব সাবধানতার সাথে ড্রাইভিং করছিলাম। শ্রীনগর ছনবাড়ী নামক স্থানে আসলে রাস্তা পিচ্ছিল থাকার কারণে হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।
এতে আমার গাড়ির স্টিয়ারিং ঘুরে গিয়ে আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা লাগে, এতে আমার কোন ক্ষতি না হলেও এম্বুলেন্স এর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এম্বুলেন্সটি হাসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।