• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

তত্ত্বাবধায়কের দাবি মেনে নিয়ে আইন পাস করতে হবে : ফখরুল

সংবাদদাতা / ৭৬ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

নিজস্ব  প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে আইন পাস করতে হবে। অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকারকে দায় নিতে হবে। রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে এই সরকার আদালতকে ব্যবহার করছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের সাজা দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। প্রশাসনকে নিরপেক্ষতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই দেশের মানুষ চায় না এই সরকার ক্ষমতায় থাকুক।বিএনপির এই নেতা বলেন, আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। ২৮ অক্টোবরের মহাসমাবেশও শান্তিপূর্ণ হবে। ওই দিন ঢাকায় বসে পড়ার কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না। মির্জা ফখরুল বলেন, শাপলা চত্বর হওয়া সম্ভব না, বিএনপি আর হেফাজতে ইসলাম এক না। বাধা দিয়ে লাভ নেই। অতীতে সমাবেশ সফল হয়েছে, এবারও হবে।

তিনি বলেন, দাবি আদায়ের জন্য সারাদেশ থেকে মানুষ আসবে। আমাদের প্রতিনিধিদল ইতোমধ্যে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাবেশের বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি রসাতলে নিয়ে গেছে। ফখরুল বলেন, আবারও একতরফা নির্বাচন করতে চায় এই সরকার। এজন্য নেতাকর্মীদের ভয়ভীতি, গ্রেপ্তার, মামলা ও কারাগারে পাঠানো হচ্ছে। তারা যাই করুন, পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...