• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: পুলিশ কর্মকর্তাদের আইজিপি নিজেকে রাষ্ট্রপতি দাবী করে সংবাদ সম্মেলন ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ

পবিত্র ‘ঈদ-উল-আযহায়’ নৌপথ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ পরিদর্শনে আইজিপি

সংবাদদাতা / ২৫৬ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩

মোঃ সুজন বেপারিঃ – আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নৌ পথে জনগণের ঈদযাত্রা এবং কোরবানির পশুবাহী নৌযানের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশব্যপী নৌ পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নৌ পথ ও নদী কেন্দ্রিক পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আজ সদর ঘাট লঞ্চ টার্মিনালে পবিত্র ঈদ কে কেন্দ্র করে নৌ পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের আইজি জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম(বার),পিপিএম মহোদয়।

তিনি নৌ পুলিশের ডি আইজি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে সদর ঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখেন এবং লঞ্চ ছাড়ার জন্য অপেক্ষমান লঞ্চের চালকদের ও যাত্রী সাধারনের ভ্রমন পথে কোন হয়রানির শিকার হচ্ছে কিনা সে সম্পর্কে জানতে চান।

লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ প্রধান নৌ পুলিশ কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।সেখানে নৌ পুলিশের ডি আইজি জনাব মোঃ মিজানুর রহমান বিপিএম,পিপিএম তাঁর বক্তব্যে বলেন,” নৌ পথে যাত্রী, পন্য এবং পশু পরিবহনে নৌ পুলিশ দেশব্যপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

যাত্রীবাহী এবংপশুবাহী নৌযান সমূহ যাতে কোন হয়রানীর শিকার না হয় তাঁর জন্য নৌপথে টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।সকল গুরুত্বপূর্ণ নৌ ঘাট ও টার্মিনাল সমূহে জনগনের সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরন করা হচ্ছে।“

বাংলাদেশ পুলিশ প্রধান জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম(বার),পিপিএম মহোদয় সদর ঘাট লঞ্চ টার্মিনালে আসন্ন পবিত্র ঈদ কেন্দ্রিক নৌ পুলিশের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্ঠি প্রকাশ করেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন,”আসন্ন পবিত্র ইদ-উল-আযহায় জনগণকে নিরাপদে এবং দ্রুততম সময়ের মধ্যে নৌপথে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মতো নৌ পুলিশও নিরলসভাবে কাজ করছে।“

তিনি বলেন,” নৌ পথ নিরাপদ রাখতে নৌ পুলিশ স্পীড বোট, ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযান নিয়ে নদীতে টহল কার্যক্রম পরিচালনা করছে।“তিনি বলেন ,প্রতিবারের মতো এবারের ঈদ যাত্রাও সকলের সমন্বিত প্রয়াসে নিরাপদ ও নির্বিঘ্ন হবে।“ তিনি নৌপথে যেকোন প্রয়োজনে নৌ পুলিশের সহযোগিতা গ্রহনের অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...