অনিক খান (ঢাকা) থেকেঃ রাজধানীর পল্লবীর ব্লক ” ই” নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পূবালী ব্যাংকে টাকা উত্তোলনে যাওয়ার পথিমধ্যে নিখোঁজ হয় ব্যবসায়ী মোঃ সামছুল ইসলাম। তার স্ত্রী গণমাধ্যমকে জানান:
১ অক্টোবর ২০২৪ আনুমানিক দুপুর ৩ ঘটিকার দিকে ব্যবসায়ী মোঃ সামছুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান “নিউ ডিজিটাল বিজনেস সেন্টার” থেকে পূবালী ব্যাংক পল্লবী শাখার উদ্দেশ্যে দোকান থেকে (১ লক্ষ) টাকার চেক নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হন, এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বারবার তার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলেও ফোন। টি বিগত ৭২ ঘন্টা বন্ধ দেখায়। এ বিষয়ে পল্লবী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হলেও নিখোঁজের ৭২ ঘন্টা পার হয়ে গেলেও মেলেনি কোন ধরনের তথ্য বা খোঁজ।
তিনি আরো জানান বিগত ০২ অক্টোবর পল্লবী থানায় নিখোঁজ ডায়েরী করার পর থেকে এ পর্যন্ত পল্লবী থানা পুলিশ, দায়িত্বরত (সাব-ইন্সপেক্টর সাচ্চু বিশ্বাস) এর থেকে কোন ধরনের তথ্য এবং সহযোগিতা বাদী পান নাই।
ভিকটিমের পরিবার খুব দ্রুত মোঃ সামছুল ইসলাম কে তার পরিবারের মাঝে ফিরে পেতে সুশীল সমাজ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সর্বাত্মক উদার সহযোগিতা কাম্য করেন।#