• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:

পাবনায় জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

পাবনা প্রতিনিধিঃ / ৭৩ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

পাবনা প্রতিনিধি : পাবনায় বিভিন্ন পর্যায়ের জটিল রোগে আক্রান্ত ২৪৯ জন রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকার চেক দিয়েছে সমাজ সেবা অধিদপ্তর। সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান রোগীদের হাতে চেক তুলে দেন।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি মো. আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজ সেবা কর্মকর্তা শারমিন জাহান রিতা প্রমূখ।

জেলা সমাজ সেবা কার্যালয় সুত্রে জানা যায়, ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্টোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগে আকান্ত ২৪৯ জন রোগীকে ১ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার টাকার এককালীন চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা টেকসই উন্নয়নে দৃষ্ঠান্ত স্থাপন করছেন। দেশের কোন মানুষই যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সে ব্যাপারে ব্যাপক কর্মসুচী গ্রহন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...