• শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

পাহাড়ি এলাকা থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ / ১০ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ শেরপুরের নালিতাবাড়ীর পাহাড়ি এলাকা থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। জেনারেটরের বৈদ্যুতিক তারে হাতিটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে বন বিভাগ। এ ঘটনায় জেনারেটর উদ্ধার সহ এক ভ্যানচালক’কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বাতকুচি পাহাড়ের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ভ্যান চালকের নাম শহিদুল ইসলাম (৪৫)।

বনবিভাগ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে একদল বন্য হাতি পাহাড় থেকে আমন ধানের ক্ষেতে নেমে আসে। এ সময় স্যালু মেশিন দিয়ে তৈরি জেনারেটরের বৈদ্যুতিক তারের শর্টে একটি হাতি মাটিতে পড়ে যায়। পরে ঘটনা স্থলেই হাতিটি মারা যায়।

এ সময় গ্রামবাসী ফসলের মাঠ থেকে হাতির দলকে তাড়িয়ে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বিডিসি ক্রাইম বার্তাকে  বলেন, পাহাড়ের নিচে হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়’রা। পরে বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারী’রা ঘটনা স্থলে গিয়ে একটি জেনারেটর উদ্ধার সহ শহিদুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালককে আটক করে। তিনি আরো বলেন, মৃত মাদী হাতিটির বয়স ৪০-৫০ বছর হবে।

শুক্রবার সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান মৃত হাতি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। শিগগির মৃত হাতিটির ময়না তদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...