• বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলপুরে বিজয় দিবসে উপজেলা প্রশাসনের জাঁকজমকপূর্ণ আয়োজন ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর লেবানন থেকে ফিরেছেন আরো ৯৪ বাংলাদেশি ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক ৮০ হাজার কোটি টাকার অনিয়ম: হাসিনা-রেহানা-জয়ের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে : সিইসি ট্রাইব্যুনালে আনা হলো সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১৬ জনকে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে সেমিফাইনালে বাংলাদেশ বিডিআর হত্যাকাণ্ড: ন্যায়বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি

ফুলপুরে বিজয় দিবসে উপজেলা প্রশাসনের জাঁকজমকপূর্ণ আয়োজন

সংবাদদাতা / ৬ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নুরুল আমিন  ফুলপুর (ময়মনসিংহ) :ময়মনসিংহের ফুলপুর উপজেলায়  এবার ভিন্ন আমেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিএনপি জামাত সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে জেলা প্রশাসনের আয়োজনে। তবে আমন্ত্রণ পাননি আওয়ামী লীগ ও তার জোট সংগীরা। উপজেলা প্রশাসন আয়োজিত  আইনশৃঙ্খলা বাহিনীর সালাম গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। প্রীতি ফুটবল ম্যাচ এ উপস্থিত ছিলেন ফুলপুর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন খান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর জামাতের আমির গোলাম কিবরিয়া।  এবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলায় ছিল উৎসবমুখর আহমেদ স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

 

মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা নিজ আসন থেকে নেমে  গ্যালারিতে থাকা মুক্তিযোদ্ধাদের  হাতে হাতে রজনী গন্ধা ফুলের স্টিকার তুলে দেন। মোট ২৯৫ জন মুক্তিযোদ্ধা,  তাদের সন্তান বা নাতিদের বিজয় দিবস উপলক্ষে প্রীতি উপহার প্রদান করা হয় । বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনি দেওয়া, সরকারি বেসরকারি ভবনে পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, এতিমখানায় খাবার বিতরণ, দোয়া মুনাজাত ছিল মহান বিজয় দিবসের অনুষ্ঠান সূচিতে।  এতে সরকারি বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্বা কাউন্সিল, বাংলাদেশ স্কাউট ফুলপুর উপজেলা শাখা, ফুলপুর থানা পুলিশ, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও বিএনপির একাধিক গ্রুপ, বিভিন্ন রাজনৈতিক দল, দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল, কলেজ ও মাদরাসা অংশ গ্রহণ করেছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলা ও পুরুষদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু তারেক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জামায়াতে ইসলামী বাংলাদেশ ফুলপুর শাখার সভাপতি গোলাম কিবরিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর সভাপতি মাওলানা আবু রায়হান, সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নূরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, এম এ মান্নান প্রমুখ অংশ নেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...