• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেলেন সিলেট বিভাগের ১০ নারী

সংবাদদাতা / ১২০ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ বঙ্গমাতা  শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সিলেট বিভাগে ১০জনসহ ২৫০ জন নারী ‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেলেন । তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট এক কোটি ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে আইসিটি বিভাগ।

সিলেট বিভাগে যারা ‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেলেন তারা হচ্ছেন ১/  Women and e-commerce trust (WE) এর সদস্য আয়েশা আক্তার (বিভাগীয় হেড, সিলেট), ২/ সুলতানা পারভীন (ডিস্ট্রিক্ট হেড,সিলেট ) ৩/ শামছুন্নাহার সুমা (ডিস্ট্রিক্ট হেড, হবিগঞ্জ), ৪/ অর্পিতা দাস (ডিস্ট্রিক্ট হেড, সুনামগঞ্জ) ৫/  রোজিনা আক্তার (সহ- প্রতিনিধি, সিলেট), ৬/  সেগুপ্তা হাসান (সহ-প্রতিনিধি, হবিগঞ্জ), ৭/ প্রফেলা আক্তার মুন্নি (সিলেট জেলা), ৮/  শারমিন জানভি (সিলেট জেলা), ৯/ ফাতেমা কবির মুক্তা (মৌলভীবাজার জেলা), ১০/ নাহিদা আক্তার (মৌলভীবাজার জেলা), আইডিয়া প্রকল্পের অধীনে আইসিটি প্রতিমন্ত্রীর প্রতিশ্রুত ২ হাজার নারীকে অনুদান দেয়ার অংশ হিসেবে প্রথম ধাপে এই অনুদান দেয়া হয়।

এর মধ্যে সংগঠন হিসেবে সবচেয়ে বেশি সদস্য হিসেবে উইমেন এন্ড ই-কমার্স (উই) এর ১৮৮ নারী উদ্যোক্তা এই অনুদান পেয়েছেন। এছাড়াও ই-ক্যাবের ২০ জন নারী উদ্যোক্তা রয়েছেন। বাকি ৪২ জনের মধ্যে আনন্দমেলা থেকে ৩১ এবং উইমেন অন্ট্রপ্রিনিউরস্ অব বাংলাদেশ (ওয়েব) থেকে ১১ জন এই অনুদান লাভ করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...