• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজিবির পৃথক অভিযানে স্বর্ণসহ আটক দুই

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ১৪ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ২পিস স্বর্ণের বারসহ একজন এবং অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় এক জন’কে আটক হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সাতক্ষীরার তলুইগাছা বিওপি এবং ভোমরা বিওপির সদস্যরা অভিযান পরিচালনা তাদের আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, তার সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল এক জন আসামীসহ ৫৪১ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার আটক করে।

গোয়েন্দা তথ্যের বরাতে তিনি জানান, সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপি’র টহলদল সাতক্ষীরা শহর, খুলনা রোড এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে-এমন সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল উক্ত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

এ সময় আভিযানিকদল উক্ত স্থানে সাতক্ষীরা শহর হতে ভাদিয়ালী সীমান্তে গমনকালে মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে সাতক্ষীরার সাতানি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ তজিবুর রহমান (৪৩) কে ১টি মোটরসাইকেল, নগদ ৭২ হাজার ৫০০ টাকা এবং ২টি মোবাইলসহ আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি’কে তল্লাশী করে তার কোমরের বাম পার্শ্বে প্যান্টের সাথে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৫৪১ গ্রাম। যার আনুমানিক মূল্য ৬৬ লক্ষ টাকা।

স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তি’কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।

লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিডিসি ক্রাইম বার্তাকে  আরও জানান, একইদিন ভোমরা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্য’রা খুলনার পাইকগাছার রাজু আহমেদ (২৮) নামের এক জন’কে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২৪ নভেম্বর বিকেলে ভারতীয় দালালচক্রের সহায়তায় তিনি অবৈধ ভাবে ভারতে গমনের উদ্দেশ্যে সীমান্তে গমন করেন এবং বিএসএফ ধাওয়া করলে উক্ত বাংলাদেশী নাগরিক পালিয়ে বাংলাদেশে ফেরত আসেন। এরপর বিজিবি হাতে ধরা পড়েন।

আটকৃত ব্যক্তিকে বিএসএফ ধাওয়া করার সময় লাঠি দিয়ে শারিরীক ভাবে তাকে লাঞ্ছিত করে। আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...