• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

বিরলে ২ মাদক সেবনকারী গ্রেফতার

সংবাদদাতা / ১১৯ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ বিরল থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডোল ট্যাবলেট সেবনের দায়ে দুইজন মাদক সেবনকারীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত।

সোমবার (১২ জুন) বিরল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ০৫নং বিরল ইউপি’র অন্তর্গত বিরল বড়পুকুর গ্রামের আকবর আলীর ছেলে জাকিরুল আলম এবং হিরোইন সেবনের দায়ে বিরল পৌর-শহরের সুইপারপট্টী এলাকার মৃত কৃষ্ণ’র ছেলে পান্না’কে আটক করা হয়েছে।

আটককৃত মাদক সেবনকারী জাকিরুল আলম’কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। তার বিরুদ্ধে চুরি ও মাদকের ০৭টি মামলা রয়েছে।

অন্যদিকে মাদক সেবনকারী পান্না’কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। তার বিরুদ্ধে মাদকের ০৬টি মামলা রয়েছে। পরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...