• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ হওয়া মাঝি মরদেহ উদ্ধার

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ বুড়িগঙ্গা নদীতে নৌকা গিয়ে নিখোঁজ মাঝি আব্দুর রশিদের মরদেহ ৩৬ ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করেছে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১৪ জুলাই) দুপুর দুইটার দিকে বুড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাটের বিআইডব্লিউটিসির ভেড়ানো জাহাজের তলদেশ থেকে লাশ উদ্ধার করা হয়।

স্রোতের কারণে লাশটি ঘটনাস্থল থেকে প্রায় ৬০০ মিটার দূরে ভেসে গিয়েছিল। লাশটি উদ্ধারের পর আনুষ্ঠানিক ভাবে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে বলে জানিয়েছে সদরঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক। তিনি জানান,

আব্দুর রশিদ স্বরূপকাঠির সোহাগদল গ্রামের আবুল বাশারের ছেলে। চার সন্তানের জনক আব্দুর রশিদ বর্তমানে পরিবারসহ আগানগর ইউনিয়নের বাঘাবাড়ি এলাকায় ভাড়া বাসা থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল আটটার দিকে দুজন মহিলা ও একজন পুরুষ যাত্রী নিয়ে নৌকাটি বটতলা ঘাট থেকে ছেড়ে মিটফোর্ড ঘাটের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে গেলে হঠাৎ শরীরের ভারসাম্য হারিয়ে মাঝি নৌকা থেকে পড়ে যায়। তাৎক্ষণিক অন্যান্য নৌকা মাঝিরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে এবং নৌ পুলিশকে খবর দেয়।

নিখোঁজ রশিদের ছেলে মোহাম্মদ রাকিব জানান, তার বাবা সোয়ারীঘাট ট্রলারের লেবারের কাজ করতো। বর্তমানে কাজ কম থাকায় গতকালই ব্রিজ ঘাট এলাকার আক্তার মহাজনের কাছ থেকে ভাড়া নিয়ে প্রথম বুড়িগঙ্গায় নৌকা চালাতে এসেছিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category