• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

ভূমধ্যসাগরে মৃত ১১ জনের মধ্যে ২ জনের বাড়ি মাদারীপুরে

মোঃ আলী শেখ,(মাদারীপুর) থেকেঃ / ৮৭ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪

মোঃ আলী শেখ,(মাদারীপুর) থেকেঃ ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুইটি নৌকা ডুবে ইতালির দক্ষিণ উপকূলে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনই মাদারীপুরের বলে জানা গেছে। তাদের একজন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম কালাইমারা গ্রামের মামুন আকনের বড় ছেলে সাব্বির আকন (১৮) এবং শিবচরের খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার (২০)।

বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে, তাদের বাড়িতে চলছে শোকের মাতম।মাদারীপুরের এই দুইজনসহ মৃত ১১ জন ডুবে যাওয়া ট্রলারটির ইঞ্জিন রুমে ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ আছেন ৬৪ জন। তাদের মধ্যে ২৬ জন শিশু। তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম কালাইমারা গ্রামের মামুন আকনের বড় ছেলে সাব্বির আকন ও শিবচর পৌরসভার খানকান্দি এলাকার মোঃ ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছায়। এর আগেও একবার সমুদ্র পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয় আলী হাওলাদার।

মৃত আলী হাওলাদার ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।তার রাফিন (৬) ও রাবেয়া (১) নামের দুই সন্তান রয়েছে।দরিদ্র আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইতালি যাত্রা করেন। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।

মৃত আলীর স্ত্রী রোমেনা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, আমার বাচ্চা দুটো বুঝেও না ওর বাবা নেই। ওরা এতিম হয়ে গেল। প্রথম বার যেতে গিয়ে সে ধরা খায়। তখন অনেক টাকা দিয়ে তাকে ছাড়াই। আমি আমার স্বামীর লাশ ফেরত চাই।মৃত আলীর বাবা ইউনুস হাওলাদার বলেন, আমার ছেলের লাশ টি ফেরত আনতে আমি সরকারের কাছে জোর দাবি জানাই।

এদিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম কালাইমার গ্রামের মামুন আকনের বড় ছেলে সাব্বির আকন মা ও ছোট দুই ভাই রেখে ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য তিন মাস পূর্বে অবৈধ পথে বাড়ি থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন। সাব্বিরের বাবাও দুই বছর পূর্বে অবৈধ পথে ইতালি গিয়েছেন। বাবার কাছেই যাচ্ছিলেন সাব্বির।মৃত সাব্বিরের মা রহিমা বেগম জানান, ইতালি যাওয়ার পথে সাগরে ট্রলারডুবিতে আমার ছেলে সাব্বির মারা গেছে। আমি চাই সরকার যেন দ্রুত আমার ছেলের লাশ দেশে ফিরিয়ে আনে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মৃতদের দুইজনের বাড়ি মাদারীপুরে এটা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে শিবচরের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে ইতালির দক্ষিণ উপকূলে ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার সাব্বির নামে একজন রয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে লাশ আনার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...