• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজদিখানে পরিবহন ব্যবসা ও বাসষ্ট্যান্ডের অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সিরাজদিখান দোকানে হামলা ও লুটপাট, থানায় অভিযোগ যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ভাড়া নেয় চোর চক্র! পাহাড়ে জুমের ধান কাটা শুরু, সবুজ পাহাড় এখন সোনালী রঙে রঙিন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় কিশোর গ্যাংয়ের লিডার রাজু, অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী সেনাবাহিনী’কে বিচারিক ক্ষমতা দিলো সরকার ত্রিশালে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়েছে কিশোর গ্যাং চক্র মেধাবীরা কেন সাংবাদিকতা ছাড়ছেন? পত্নীতলায় বিভিন্ন স্কুলের ছাত্রীদের মাঝে ১০০ টি বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

মতিয়ারা মুক্তা একজন সংগ্রামী নারী

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

একজন মতিয়ারা মুক্তা’কে নিয়ে অনেক কিছু বলা যায়। মন্দ বলা যায়, খারাপ বলা যায়, গালি দেয়া যায়, মা বলা যায়, বোন বলা যায়, গার্জিয়ান বলা যায়, কবি বলা যায়, রূপসী বলা যায়, একজন মেধাবী ও বলা যায়। আসলে তার সাথে না বসলে, না চললে, না মিশলে তাকে চেনা যায় না। মতিয়ারা মুক্তা মূলত একজন দরদী ও সমাজ কর্মী এবং আধ্যাত্মিক মানুষ। যার কাছে আছে একটি ভালোবাসার আশ্রয় স্থল। তাকে চিনতে হলে, বুঝতে হলে কাছে যেতে হবে। তার কাছে আছে অমূল্য ভালোবাসা।

আমি তার কাছ থেকে শিখেছি অনেক কিছু। গতকাল ও শিখেছি, আগেও শিখেছি। আরও শেখার আছে। আমার চিন্তা ভুল গুলো ধরিয়ে দিয়েছে, আমার চিন্তা ঘুরিয়ে দিয়েছে। আমাকে পরিবর্তন করে দিয়েছে। আমি বুঝেছি সত্যি সে আমাকে ভালোবাসে। এই ভালোবাসা কোনো স্বার্থের না, লোভের না। আমি আমার জীবনে বহু মানুষের সংস্পর্শে গিয়েছি, তাদের সাথে চলেছি, নিজেকে উদার করে বিলিয়ে দিয়েছি, সম্মান করেছি, ইজ্জত করেছি।

বেশিরভাগ মানুষেই আমাকে বেইজ্জতি করেছে, মানহানি করেছে, করছে। কেউ কেউ আমাকে সহযোগিতাও করেছে, আমাকে আমার কর্মযজ্ঞ বাঁচিয়ে রাখার জন্য ভূমিকা রেখেছে। এজন্য কৃতজ্ঞ। মতিয়ারা মুক্তা মাটির মা হিসেবে খ্যাত। অনেকে অনেক কথা বলে। মুখে বলা খুবই সহজ। এদেশের মানুষ সার্বজনীন চিন্তা কম করে বেশির ভাগ মানুষের মধ্যে ব্যক্তিস্বার্থ ও ধর্মান্ধতা কাজ করে। যার জন্য দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বুদ্ধিজীবী কেউই সমালোচনার মুখ থেকে রক্ষা পায় না।

মতিয়ারা মুক্তা সার্বক্ষণিক একজন যোদ্ধা

কে পুরুষ, কে নারী, কে গরীব, কে ধনী, কে কোন ধর্মের কখনও চিন্তা করে না। আল্লাহর বান্দা আমরা সবাই। এক জন মানুষ হিসেবে মানুষের সেবা করে মতিয়ারা মুক্তা।আমি একজন পুরুষ হয়ে একজন নারীর কাছে কি আশা করতে পারি? অনেকেই বলবে, পুরুষ তো নারীর কাছে একমাত্র যৌন- কামনা করে। এই যে ধারনা বা এইযে দৃষ্টি-ভঙ্গি এটা কবে দূর হবে আমাদের? হয়তো হবে না। তবে জেনে রাখুন একজন নারী কিন্তু আপনার মা।একজন নারী কিন্তু আপনার বোন, আপনার মেয়েও। সব নারী’কে আপনি যৌন- চাহিদায় মিশিয়ে দিবেন না।

একজন নারীর কাছ থেকেও আপনার শেখার আছে, জানার আছে, বুঝার আছে। সে পর্যন্ত পৌছতে হলে আপনার দৃষ্টি পাল্টা’ তে হবে,  পড়াশোনা করতে হবে, আপনার ভিতর (কল্ব) পরিস্কার করতে হবে। হে, প্রেম ভালোবাসা মানুষের মাঝে আছে, হয়ে যায়। সেই প্রেমটাও কিন্তু পবিত্র হতে হবে।

বিপরীত লিঙ্গের প্রতি সব পশু, প্রাণী জগতে আকর্ষণ থাকলেও মানুষ প্রানীর একটা সীমা- রেখা আছে। সেই সীমা- রেখা সবাই কন্ট্রোল করতে না পারলেও সবাই তো পশু নয়, অনেক মানুষ আছে জগতে এটাও আপনাকে ভাবতে হবে। মতিয়ারা মুক্তা বয়সে আমার অনেক ছোট হলেও তার বুদ্ধিমত্তা অনেক সুন্দর। আসলে যে কাজ করে, যে পরিশ্রম করে, কষ্ট করে তার তো বুদ্ধিমত্তা থাকতেই হয় বা থাকে।

জীবনের বাঁকে বাঁকে মতিয়ারা মুক্তা একজন সংগ্রামী নারী যার মাঝে লক্ষ নারী পুরুষ শান্তি খুঁজে, আদর্শ খুঁজে।আমি ও তাকে দেখেছি তার অন্তরাত্মা, তার দায়বদ্ধতা এবং সহমর্মিতা। আমি নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, একজন দার্শনিক হিসেবে, একজন ভালোবাসার মানুষ হিসেবে শুধু তাকে চিনেছি। তার দুরদর্শিতা এবং অগ্র গামীতা তাকে আরও অনেক দূরে নিয়ে যাবে এই প্রত্যাশা করি। তুমি আমার উপকার করেছো। আমি কৃতজ্ঞ।

লেখক- ছাদেকুর রহমান রতন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category