মাসুদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাস ও সিএনজি চালিত অটো-রিকশার সংঘর্ষে ৭জন নিহতের ঘটনায় বাসের ড্রাইভার সিরাজুল ইসলাম ও সুপারভাইজার জনি মিয়া’কে গ্রেপ্তার করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলার বন্ধ ভাটপাড়া এলাকা থেকে তাদের’কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সিরাজুল শেরপুর পৌর শহরের মীরগঞ্জ গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং জনি মিয়া চাপাতলী গ্রামের আনিসুর রহমানের ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বন্ধভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া সিরাজুল ও জনি’কে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় আদিল সরকার নামে একটি বাসের সাথে সিএনজি চালিত অটো-রিক্সার সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত হয়। এ ঘটনার পর পালিয়ে যায় বাসের ড্রাইভার ও সুপারভাইজার।