বনি আমিন (ঢাকা): রাজধানীর ঢাকার লালবাগ সেকশন এলাকা সহ বিভিন্ন এলাকার আশপাশ গত ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ৯. টার সময় হতে অদ্য ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ইং তারিখের ১. টা পর্যন্ত র্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৭ জন কুখ্যাত ছিনতাইকারী সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী’রা হলেন, ১/ মোঃ রাজু (২৯), পিতাঃ- মৃত গোলাম মোহাম্মদ, সাং- ৬৭/এ বড় মসজিদ, নবাবগঞ্জ, থানাঃ- লালবাগ, ডিএমপি, ঢাকা, ২/ মোঃ রাশেদ (৪৮), পিতাঃ- মৃত শামিউল আলম, সাং- ৪৭/১, হোসেন উদ্দিন খান, ২য় লেন বড় মসজিদ, নবাবগঞ্জ, থানাঃ- লালবাগ, ডিএমপি, ঢাকা, ৩/ মোঃ হৃদয় (২৩), পিতাঃ- মোঃ মারুফ, সাং- কোম্পানী ঘাট, মোঃ মিজানুর এর বাড়ী, থানাঃ- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা, ৪/ মোঃ রনি (২৬), পিতাঃ- মোঃ শহিদ, সাং- ভাগলপুর লেন, জাবের এর বাড়ী, থানাঃ- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা, ৫/ মোঃ নুরুজ্জামান (৩৬), পিতাঃ- মোঃ বাবর আলী, সাং- বড়াই বাড়ী থানাঃ- গংগাচড়া, জেলাঃ- রংপুর, এ/পি- কোম্পানী ঘাট, ছালাম এর বাড়ী, থানাঃ- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা, ৬/ মোঃ সিফাত হোসেন (১৯), পিতাঃ- আব্দুল জলিল, সাং- ভাগলপুর লেন, আবুল মিয়ার বাড়ী, থানাঃ- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা ও ৭/ মোঃ রায়হান (১৮), পিতাঃ- স্বপন হাওলাদার, সাং- কালিনগর, থানাঃ- কালকিনি, জেলাঃ- মাদারীপুর, এ/পি সাং- কালিনগর, বড় মসজিদের পাশে ভাড়া বাসা, থানাঃ- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।
আসামীদের কাছ থেকে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ বেশ কিছুদিন যাবৎ রাজধানীর লালবাগ সহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা- পয়সা, স্বর্ণালংকার ও মোবাইল সহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।