শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ- মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলা যুবলীগের ৯ টি ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে এই কমিটি গুলোর গঠন সম্পন্ন হয়। উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন ও সাধারণ সম্পাদক নেছারুল্লা সুজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ টি ইউনিয়নের কমিটি অনুমোদন প্রদান করা হয়। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মুঠোফোনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেসারুল্লাহ সুজন তাদের স্বাক্ষরিত কমিটি ঘোষণার কথা স্বীকার করেন। কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন- শ্রীনগর ইউনিয়নের সভাপতি শামীম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মিরাজ, বাঘরা ইউনিয়নের সভাপতি আঃ হক ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, ভাগ্যকুল ইউনিয়নের সভাপতি আঃ গফুর শেখ ও সাধারণ সম্পাদক রফিকুল আলম পাপ্পু, কুকুটিয়া ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, তন্তর ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান কাকন ও সাধারণ সম্পাদক মোঃ সুমন মল্লিক, বীরতারা ইউনিয়নের সভাপতি শেখ ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জনি শেখ, হাসারা ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন নাসিম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, শ্যামসিদ্ধি ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাব্বির পাঠান ও সাধারণ সম্পাদক মামুন হোসেন, ষোলঘর ইউনিয়নের সভাপতি মোঃ আলামিন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সরকার গোলাপ। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শ্রীনগর উপজেলার নয়টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি আগামী তিন বৎসরের জন্য অনুমোদন দেওয়া হইল । অতএব নয়টি ইউনিয়নের যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক পূর্নাঙ্গ কমিটি করে ১৫ দিনের মধ্যে সকলের জীবন বৃত্তান্ত সহ শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি/ সাধারণ সম্পাদকের নিকট পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হইল।#