• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

মাসুদুর রহমান (শেরপুর) প্রতিনিধিঃ / ৩১ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

মাসুদুর রহমান (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ৬ শতাধিক বন্যার্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী শ্রীবরদী ক্যাম্পের উদ্যোগে রান্না করা খাবার, ত্রাণ সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে। ৯ ই অক্টোবর বুধবার সকাল থেকে বিকালে উপজেলার তাঁতিহাটি ও গরজরীপাড় ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীর ক্যাপ্টেন সাকিব হাসান।

এব্যাপারে ১৩ বীর ক্যাপ্টেন সাকিব হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় শেরপুর জেলার পাঁচটি উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্যার সময় বাড়ি ঘরে পানি থাকায় মহিলারা রান্না করতে পারছে না, তাই আমরা রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছি।

এর-ই ধারাবাহিকতায় আজ আমরা অত্র এলাকাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, কাপড় ও রান্না করা খাবার বিতরণ করছি।

উল্লেখ্য শেরপুরে গত কয়েকদিনের অতি বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার পাঁচটি উপজেলায় বন্যাকবলিত হয়। এতে প্রায় দুই লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...