• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ইসরায়েলি হামলা : অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে : ফায়ারের ডিজি চাঁপাইনবাবগঞ্জে নসিমনের ধাক্কায় আহত ১০  দেলোয়ার হোসাইন সাঈদীর রায় ঘিরে ওসি মনজুর কাদেরের বিরুদ্ধে নানা বির্তকের অভিযোগ গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত বেড়ে প্রায় ৪৫ হাজার সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় আহত ফায়ার কর্মীর মৃত্যু সচিবালয়ের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে দ্রুতবিচার আইনে প্রতিদিনের কাগজ সাংবাদিক মুন্না গ্রেফতার : দেশজুড়ে নিন্দা প্রতিবাদ ক্ষোভ কাজাখস্তানে ১০৫ যাত্রীসহ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

সচিবালয়ের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সংবাদদাতা / ৭ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৬ ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণ চলছে। আমাদের কর্মীরা রুমে রুমে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। কোথাও কোনো আহত আছে কিনা বা ক্ষয়ক্ষতি কী রকম তা দেখছেন।

এরআগে বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়। প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ২১১ জন কর্মীর নিরলস প্রচেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি স্টেশন অংশ নেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সচিবালের সামনের আব্দুল গণি রোডে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে সচিবালায় এলাকা।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসুক জনতার ভিড়। সকাল ৯টা থেকে অফিস শুরু হওয়ার আগেই কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই তাদের কর্মস্থল সচিবালয়ের সামনে চলে এসেছেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...