দীনেশ দেবনাথ, কুমিল্লা থেকেঃ– কুমিল্লার মেঘনা থানার ওসি ছমিউদ্দিন থানায় যোগদানের পর থেকেই নানাহ কাজের প্রসংশা কুড়িয়েছেন। মাদক চোরাকারবারি, চুরি ডাকাতি দমনসহ অনেক সাফল্যের পালক তার ঝুলিতে বিদ্যমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি ছমিউদ্দিন জানান, মেঘনা থানা পুলিশ জনগনের প্রাপ্য সেবা দিতে সদা তৎপর।
এরই অংশ হিসাবে আজকেও ২ (দুই) টি হারানো মোবাইল উদ্ধার ও মালিকের নিকট হস্তান্তর। মেঘনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় এস.আই মোঃ সাইফুল ইসলাম এর প্রচেষ্টায় ২ মাসের মধ্যেই দুলালী আক্তার, পিতা- মৃত ডাঃ কামাল, মাতা- লক্ষি, সাং- রামনগর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা।
এর ০৫/০৮/২২ তারিখ হারানো মোবাইল Redmi 10 prime, জিডি নং- ২৬১, তাং- ০৭/০৮/২২ ইং মূলে, মাত্র ১ মাসের মধ্যেই জৈনিক আবু জামাল, পিতা- মৃত আবুল ফায়েজ, সাং- নিবড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়িয়া এর ১১/০৯/২২ ইং তারিখে হারানো মোবাইল Samsung A13 চকবাজার মডেল থানা, ডিএমপি এর জিডি নং–৭৯৪, তাং- ১৫/০৯/২২ ইং মূলে, মোট ২ (দুই) টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক অদ্য ১০/১০/২০২২ খ্রি.তারিখ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। উনার কাজে মেঘনাবাসি উচ্ছ্বসিত প্রশংসা করেন।#