বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাবসায়িক পাওনা টাকা চাইতে গেলে, মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছে বিবাদী তানভীর রশিদ মজুমদার। এ বিষয়ে ২২ লাখ টাকা পাওনাদার মো. ফারুক (৫০) বাদী হয়ে রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাদী মুন্সীগঞ্জ জেলার চিতলিয়া চর আব্দুল্লাহপুর গ্রামের মৃত ওহাব আলী বেপারির ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, মামলার বাদী ফারুকের সাথে ব্যাবসায়িক সম্পর্কে তানভীর ৩টি ড্রেজার গাড়ী ভাড়ায় দিবে বলে তেল খরচ সহ সাড়ে ৪ লাখ টাকা নেয়, এর পর পর্যায়ক্রমে ৭ লাখ ফুট বালু বলগেটের মাধ্যমে নেয়। আড়া’ই টাকা ফুটে বালুর মূল্য সাড়ে ১৭ লাখ টাকা হয়। মোট ২২ লাখ টাকা আটকে দিয়ে, বর্তমানে টাকা পয়সা দিবেনা বলে প্রাণে মেরে ফেলার ও জীবন নাশের হুমকী দেওয়ার অভিযোগ করেছেন বাদী ফারুক।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিডিসি ক্রাইম বার্তা’কে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিবো।