• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

অনশনে পরিবারকল্যাণ পরিদর্শিকার (FWV) প্রার্থীরা

Reporter Name / ৮৩০ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ দেশের ৪৬টি জেলা থেকে চাকরিপ্রার্থীরা অনশনে অংশ নিয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা পদের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবিতে অনশন করছেন চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে সকাল ১০টা থেকে মানববন্ধন/অনশন করছেন তাঁরা।

দেশের ৪৬টি জেলা থেকে চাকরিপ্রার্থীরা অনশনে অংশ নিয়েছেন। তবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেউ এখনো তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। নাম প্রকাশ না করার শর্তে অনশনরত একজন প্রার্থী বলেন, প্রতিটি অধিদপ্তর ভাইভা নেওয়ার এক মাসের মধ্যে চূড়ান্ত ফল দেয়। কিন্তু আমাদের ভাইভা নেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশ হয়নি। এর আগে চূড়ান্ত ফলের দাবিতে আমরা দুবার মানববন্ধন করেছি। আর কত রাস্তায় নামতে হবে আমাদের ?

অনশনে অংশ নেওয়া আরেক চাকরিপ্রার্থী বলেন, কবে ফলাফল প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলছে না। পরিকল্পনা অধিদপ্তরে গেলে তারা বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেতে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তারা বলে পরিকল্পনা অধিদপ্তরে যেতে। আমরা ৭ হাজার ৬২১ নারী প্রার্থী চূড়ান্ত ফলের জন্য অপেক্ষায়, যাঁদের অধিকাংশই বিবাহিত।

স্বামী-সংসার ফেলে রেখে ফলাফলের দাবিতে আর কত আন্দোলন করতে হবে আমাদের।

পরিবারকল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২০ সালের ১০ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদটি শুধু নারী প্রার্থীদের জন্য। যাঁদের নিয়োগের পর ১৮ মাস প্রশিক্ষণ নিয়ে মাঠপর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্যসহ পরিবার পরিকল্পনা, পুষ্টি, সাধারণ রোগীসহ অন্তঃসত্ত্বা মায়েদের সেবায় নিয়োজিত হওয়ার কথা।

পরিবারকল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি পদের নিয়োগ প্রক্রিয়া চার বছর ধরে আটকে আছে। লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না। এ পদের চাকরিতে নিয়োগ পাওয়ার অন্যতম শর্ত ছিল, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে জেলা সিভিল সার্জন কর্তৃক শারীরিক সুস্থতা ও অন্তঃসত্ত্বা নয় মর্মে সনদ জমা দিতে হবে। অন্তঃসত্ত্বা হলে প্রার্থীর নিয়োগ বাতিল হবে।

গত ৮ অক্টোবর প্রথম আলোয় ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চূড়ান্ত ফল হয়নি, চাকরির শর্তে মা হতে পারছেন না প্রার্থীরা’ এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর অমানবিক শর্তটি বাতিল করে আদেশ জারি করে অধিদপ্তর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ তিন বছর পর গত ফেব্রুয়ারি তে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে মোট ৪৬টি জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়।

লিখিত পরীক্ষায় অংশ নেন প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী।

এর মধ্যে ৭ হাজার ৬২১ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। কিন্তু লিখিত পরীক্ষা নিয়ে আগের নিয়োগ কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর নতুন নিয়োগ কমিটি গঠন করে গত ২২ মে থেকে ১৮ জুন পর্যন্ত পাঁচটি ভাইভা বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এখনো চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category