1. mahadihasaninc@gmail.com : bdccrimebarta :
আজমিরীগঞ্জে ২ গরু চোর গ্রেফতার, চোরাই গরু উদ্ধার - বিডিসি ক্রাইম বার্তা

সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ২ গরু চোর গ্রেফতার, চোরাই গরু উদ্ধার

আজমিরীগঞ্জে ২ গরু চোর গ্রেফতার, চোরাই গরু উদ্ধার

এস কে সিরাজুল ইসলামঃ- আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ মাসুক আলী এর নেতৃত্বে “টিম আজমিরীগঞ্জ থানা” অভিযান পরিচালনা করে গরু চোর ১। আলী ওসমান (২৪) পিতা- মোঃ জামাল মিয়া, সাং-নবীনগর, থানা- আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ ২। ইমরান মিয়া (৩০), পিতা- কামাল মিয়া, সাং-কদমশ্রী, থানা-মদন, জেলা-নেত্রকোনা। বর্তমান সাং- নবীনগর (গাড়ি চালক শশুর মতি মিয়ার বাড়ী) থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জদ্বয়কে। ইং ১৭/০৯/২০২২ খ্রিঃ তারিখ ভোর বেলা নয়ানগর এলাকা হইতে গ্রেফতার করে। উক্ত আসামীদের দখল হইতে চোরাই যাওয়া ১টি গরু উদ্ধার করা হয়।

পরে গরুর মালিক আজমিরীগঞ্জ থানার আজিমনগর গ্রামের ইফতে খায়রুল কবির বাদী হয়ে অভিযোগ দায়ের করিলে আজমিরীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়। আসামী আলী ওসমান ইং ১৮/০৯/২০২ ২খ্রিঃ তারিখ আজমিরীগঞ্জ কোর্টে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।

বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদ্বয়কে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হইয়াছে। যে কোন অপরাধের ব্যাপারে তথ্য দিন। পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে।#

Please Share This Post In Your Social Media


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 bdccrimebarta.com