• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

আমার দেশ

সংবাদদাতা / ১৮৬ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

লেখক: বি.এম আবু বকর সিদ্দিক

আমার শস্য- শ্যামল বাংলাদেশ
রুপ লাবণ্যের নেইকো শেষ।
মাঠে মাঠে সবুজ ঘাস
বন বাদারে তরুর বাস।

আমার পাখ-পাখালির বাংলাদেশ
বিহগ সুরের নেইকো শেষ।
ভোর বেলাতে মধুর সুর
ঘুম চলে যায় বহু দুর।
আখি মেলে চেয়ে দেখি
শিশির সাথে ঘাসের সখি।

আমার শত নদের বাংলাদেশ
বিল-ঝিলের নেইকো শেষ।
পানির ভেলায় মাছের মেলা
জেলের মুখে হাসির খেলা।
মাঝি জেলে মিতালী বাস
মাছে ভাতে বাঙালির শ্বাস।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...