• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০ বদলি-ওএসডি কোনো শাস্তিই না: সিনিয়র সচিব মোখলেস ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩০ জন পেলেন ৩০ লাখ টাকা মোহাম্মদপুরে ডাকাতি: গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পূজা মণ্ডপ পরিদর্শন কেরানীগঞ্জে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক ৩ জাতীয় প্রেসক্লাব থেকে ধাওয়া খেয়ে পালালেন ফেনীর মিনার চৌধুরী মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস স্যারের প্রতি আকুল আবেদন মাদকের বিরুদ্ধে কথা বলায় ইমাম কে কুপিয়ে জখম,গণ পিটুনিতে যুবক নিহত শেরপুর হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে কলেজ সভাপতি বিরুদ্ধে

ঋণের টাকা জন্য গ্রাহক’কে মারধর থানায় অভিযোগ

সংবাদদাতা / ১৬৪ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- ঋণের টাকা জন্য পাগলা নয়া মাটি ভাবির- বাজার এলাকায় ফিউচার লাইফ সমবায় সমিতির মালিক ও তার ছেলে বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পাগলা নাক কাটার বাড়ি এলাকার পতাকি চন্দ্র দাসের ছেলে সুকেস চন্দ্র দাস ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৮ মাস পুর্বে পাগলা নয়া মাটি ভাবির- বাজার এলাকায় ফিউচার লাইফ সমবায় সমিতির মালিক মিলনের কাছ থেকে ২৫ হাজার টাকা ঋণগ্রহন করি। বিভিন্ন সময়ে আমি বিবাদী’কে ১৩ হাজার টাকা পরিশোধ করার পর ৩ মাসে ৩ কিস্তি বাবদ আরও ২৩ হাজার টাকা দাবী করে মিলন। বিবাদী’রা আমার নিকট পুনরায় ২৩ হাজার টাকা দাবী করিতে থাকে। উক্ত টাকা দাবী করিয়া পুনরায় আমার নিকট হইতে বিভিন্ন তারিখ ও সময়ে কিস্তির মাধ্যমে ১৪ হাজার টাকা প্রহণ করে। দুই ধাপে বিবাদীকে আমি ২৭ হাজার টাকা পরিশোধ করি।

বিবাদী আমাকে আরো কিস্তির টাকার জন্য চাপ দিলে গত ২১ সেপ্টেম্বর বিকাল ৫ টায় ৩ কিস্তির ৬ শত টাকা নিয়া: বিবাদীর কিস্তির অফিসে গেলে বিবাদী আমার নিকট আরো ১০ হাজার টাকা দাবী করিয়া আমাকে চরম ভাবে মারপিট করিতে থাকে। বিবাদীদ্বয় আমাকে তাহার কিস্তির অফিসে আটক করিয়া ১ নং বিবাদী লোহার পাইপ এবং ২ নং বিবাদী লোহার রড দিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলা ফোলা জখম করে।

আমি বিবাদীদের আঘাতে একপর্যায়ে অজ্ঞান হইয়া পড়ি। এরপর পুনরায় সন্ধ্যা ৭ টায় বিবাদীদ্বয় পুনরায় আমাকে লোহার রড ও পাইপ দিয়া মারপিট করিতে থাকে।বিবাদী’রা আমাকে চরম ভাবে মারপিট করিয়া ঐদিন রাত আনুমানিক ১০ টায় ছেড়ে দেয়। পরবর্তী তে আমার পরিবারের লোকজন আমাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করায়।

এ বিষয়ে ফিউচার লাইফ সমবায় সমিতির মালিক মো: মিলন এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বিডিসি ক্রাইম বার্তাকে বলেন, ভাই এ বিষয়টি ফতুল্লা থানা আওয়ামী লীগের এক নেতা জানেন। তিনি সমাধান করে দেবেন।থানায় অভিযোগ হয়েছে আওয়ামী লীগ নেতা কি করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাই সে আমার বড় ভাই। এ বিষয়ে আপনি নিউজ লেইখেন না। আমি আপনার সাথে দেখা করবো।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...