• রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তহশিলদার সোবহান এর দুর্নীতিতে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা গফরগাঁওয়ে পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের সামনে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত ইসরায়েলের হামলা সফলভাবে প্রতিহতের দাবি ইরানের আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন গ্রেপ্তার ভারতের মেঘালয় পাহাড়ে কয়লা কোয়ারি ধসে ফের বাংলাদেশি শ্রমিক নিহত শিবপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ সীমান্তের পেশাদার ছিনতাইকারি স্টেপ নাজমুল’কে গ্রেফতার করেছে পুলিশ মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য- সাবেক এমপি ও শিক্ষা অফিসার সহ ১৩ জনের নামে মামলা ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি শ্রমিক হত্যাকান্ডের শিকার

কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর হতে বিয়ার ও গাঁজাসহ গ্রেফতার ৬

সংবাদদাতা / ১৭১ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ- ০৯ অক্টোবর (রবিবার) র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার কদমতলী থানাধীন আলম সুপার ও ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ৭২ (বাহাত্তর) ক্যান বিয়ার ও ২৪০ গ্রাম গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মোঃ মাহাবুব (৩৬), মোঃ সবুজ (২৪), মোঃ সাব্বির হোসেন (২৪), মোঃ ফরিদ (৩৮) ও মোঃ চান বাদশা (৪২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একই তারিখ র‌্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন খোলামোড়া ঘাট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৩ (তের) ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মোঃ শাকিল (২৬) বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কদমতলী, দক্ষিন কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিয়ার ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...